সবুজ সিলেট সম্পাদক’র বিরুদ্ধে সাজানো মামলা : বিভিন্ন উপজেলা প্রেসকাব ও সংগঠনের নিন্দা
সুরমা টাইমস ডেস্কঃ সবুজ সিলেট’র সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানের ওপর উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন উপজেলা প্রেসকাবসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা। গতকাল রোববার পৃথক বিবৃতিতে বলেন, সিলেট জেলা প্রেসকাবের উপদেষ্ঠা ও সবুজ সিলেট’র মুজিবুর রহমানের বিরুদ্ধে শাহপরান থানার ওসি সাখায়াত কর্তৃক উদ্ভট অভিযোগে দায়ের করা মিথ্যাা মামলা প্রত্যাহার ও গনমাধ্যমের কন্ঠ রোধকারীদের মুখোশ উন্মোচন করে তাদেরকে গ্রেফতার করতে হবে। নিন্দা জ্ঞাপন কারীরা সংগঠনগুলো হলো-
জৈন্তাপুরে কর্মরত সাংবাদিক ও সুশিল সমাজের নিন্দা ও প্রতিবাদ : সিলেটের জনপ্রিয় দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সিলেট জেলা প্রেসকাবের উপদেষ্ঠা মুজিবুর রহমানের বিরুদ্ধে শাহপরান থানার ওসি সাখায়াত কর্তৃক উদ্ভট অভিযোগে দায়ের করা মিথ্যাা মামলা প্রত্যাহার ও গনমাধ্যমের কন্ঠ রোধকারীদের মুখোশ উন্মোচন করে তাদেরকে গ্রেফতারের দাবী জানান জৈন্তাপুর প্রেসকাব, কর্মরত সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এক প্রতিবাদ বিবৃতিতে বলেন, অভিলম্বে মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা উদ্ভট অভিযোগে প্রত্যাহার এবং এ ঘটনায় জড়িত ওসি সহ অন্যান্যদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার দাবী জানান।
বিবৃতিপ্রদান কারীরা হলেন- জৈন্তাপুর প্রেসকাবের সভাপতি জৈন্তাপুরে কর্মরত দৈনিক সমকাল পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর প্রেসকাবের সহ সভাপতি জাগ্রত জৈন্তিয়ার সম্পাদক ফয়েজ আহমদ, জৈন্তাপুর প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক জালালাবাদ ও দৈনিক আমারদেশ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি দোলোযার হোসেন, দৈনিক জালালাবাদ ও দৈনিক সংগ্রাম পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বেলাল, জৈন্তাপুর প্রেস মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নূরুল ইসলাম, সীমান্ত মিডিয়া লাইনের পরিচালক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি আবুল হোসেন মোঃ হানিফ, সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমী’র আঞ্চলিক পরিচালক ও দৈনিক সবুজ সিলেট ও নয়া দিগন্তের জৈন্তাপুর প্রতিনিধি মোঃ রেজওয়ান করিম সাব্বির, দৈনিক সিলেট বানী পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মীর মোঃ শোয়েব আহমদ, জৈন্তাপুর প্রেসকাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রবীন ফটো সাংবাদিক শাহজাহান কবির খাঁন, তামাবিল কয়লা-পাথর ও চুনাপাথর আমদানী কারক গ্রুপের যুগ্ম সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, জৈন্তিয়া ট্রাক চালক আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুর নুর, বৃহত্তর জৈন্তিয়া পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব, ফেরিঘাট পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি শফিুকুর রহমান, সাবেক সভাপতি ও ব্যবসায়ী ফখরুল ইসলাম, মোবারক আলী, সাধারন সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, যুগ্ম সম্পাদক আব্দুছ ছালাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মনজুর এলাহী সম্রাট, বুরহান উদ্দিন, সাহেদুর রহমান, আফছার উদ্দিন, সাহাব উদ্দিন, শফিকুর রহমান।
ছাতক প্রেসকাব নেতৃবৃন্দের ক্ষোভ : দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানের বিরুদ্ধে উদ্ভট ও সাজানো মিথ্যা মামলা দায়েরে তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছেন ছাতক প্রেসকাব ও সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল রোববার সন্ধ্যায় ছাতক প্রেসকাব কার্যালয়ে এক জরুরী সভায় মুজিবুর রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি মামলা সুষ্ট তদন্ত পূর্বক বাদীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবীও জানান নেতৃবৃন্দ। প্রেসকাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলিমের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সহ-সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, দপ্তর সম্পাদক বিজয় দত্ত, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, হামিদুর রহমান বাবলু, কৃপেশ চন্দ, সদস্য অসিত কুমার দাস, সাংবাদিক তমাল পোদ্দার, মাহমুদ আলম, নুর উদ্দিন,আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমিনুল ইসলাম আজির, আরিফুর রহমান মানিকসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
জগন্নাথপুর উপজেলা জাপার নিন্দা : দৈনিক সবুজ সিলেট সম্পাদক-প্রকাশক মুজিবুর রহমানের উপর মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সবুজ সিলেট সম্পাদক মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাহপরান থানার বিতর্কিত ওসি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যতায় সিলেটবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিবৃতিদাতারা হলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ রমজান আলী, সাধারন সম্পাদক ডাঃ আছকির খান, যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম আহার, প্রচার সম্পাদক এরশাদ মিয়া, জাপা নেতা আরব আলী, সিকন্দর আলী, মানিক লাল ধর, আব্দাল মিয়া, আমির আলী, আলী আফছার, বাবুল মিয়া প্রমূখ।