সুরমা টাইমস ডেস্কঃ সিলেট এমসি কলেজের সামন থেকে ছিনতাইর অভিযোগে এক যুবককে আটক করেছে শাহপরান থানা পুলিশ। আটক যুবকের নাম জুনেদ আহমদ। সে নগরীর রাজপাড়ার সিরাজ মিয়ার পুত্র।বুধবার বিকাল ১ টায় তাকে গ্রেফ্তার করে পুলিশ।স্থানীয় সুত্রে জানা যায়, মেজরটিলা ইসলাম পুরের উজ্ঝল নামের এক টমটম গাড়ি চালকের ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ আটক করে।