নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকীবাজি ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে নাগরিক সমাজের সভা
আগামী ১৫ মের মধ্যে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক না হলে কঠোর আন্দোলন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার সর্বত্র ঘনঘন বিদ্যুতের লোডশেডিং এবং শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুতের চরম বিপর্যয়ের প্রতিবাদে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে নাগরিক সমাজ। এ লক্ষ্যে নাগরিক সমাজের আহ্বানে গতকাল বৃহস্পতিবার বিকালে ওসমানী রোডস্থ উস্তার উল্লা অটো রাইস মিল প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। প্রাক্তন চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিহির কুমার রায় মিন্টু,সাবেক চেয়ারম্যান হাজী ছালেহ আহমেদ চৌধুরী,অধ্যাপক আজিজুল হক, গিয়াস মিয়া, বাবুল আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান চৌধুরী, আব্দুর নুর, মোঃ কুরবান আলী, জাসদ নেতা ওয়াহিদুজ্জামান মাসুদ, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব ও নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,বিধু ভুষন দাশ,মোঃ আমজাদ খাঁন, সাজ্জাদুর রহমান বাবুল,মোঃ আবদুল্লাহ,মোঃ সুনুক মিয়া, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ। সভায় নবীগঞ্জে ঘণ ঘণ বিদ্যুৎ বিভ্রাটের কারনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার কারনে নবীগঞ্জ বাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তা আর চলতে দেয়া যায় না। নেতৃবৃন্দ আগামী ১৫ মের মধ্যে নবীগঞ্জ উপজেলার বিদ্যুত সরবরাহ স্বাভাবিক না হলে প্রতিবাদ সমাবেশ ,সভা ও মানব বন্ধনসহ কঠোর কর্মসুচীর ডাক দেয়ার ঘোষনা দেন।