সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি আপ্তাব, সম্পাদক ইজ্জাদ

ejjadur rahman44মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা অটোটেম্পু-অটোরিকশা-বেবিটেক্্রী শ্রমিক ইউনিয়নের (রেজি নংÑচট্র-১৬৯৩/৯৩) এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় ছাতকের গোবিন্দগঞ্জস্থ নগর বাড়িতে একটানা ভোট গ্রহণ চলে। এর আগে সাধারণ সম্পাদক পদে ইজ্জাদুর রহমান ইজ্জাদ ও কোষাধ্যক্ষ সোহেল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। বাকী ৭টি পদে মোট ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংগঠনের ২হাজার ২৮জন ভোটারের মধ্যে ১৫শ’৮৪টি ভোট কাষ্ট হয়। ৫টি বুথে শান্তি শৃঙ্খলাভাবে ভোট গ্রহণ করেন সংশিষ্টরা। নির্ধারিত ৫টি বুথে এলাকার গন্যমান্য ব্যক্তি পুলিং ও সহকারি পুলিংযের দায়িত্বে ছিলেন, আবদুল করিম, ফরিদ আহমদ, মকসুদ আহমেদ মনির, ওবায়দুর রউফ বাবলু, ইব্রাহিম আলী রাসেল, ফারুক আহমদ, মাস্টার নাছির উদ্দিন, আবু হানিফা সায়মন, জমসীদ আলী ও আফজল হোসেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, লাল মিয়া-লালা। প্রধান প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, শিক্ষানুরাগী প্রবীন মুরব্বী লুৎফুর রহমান সরকুম ও সহকারি মাওলানা জালাল উদ্দিন। শান্তি পূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা অটোটেম্পু-অটোরিকশা-বেবিটেক্্রী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেল গেইট’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনারসহ প্রিসাইডিং, পুলিং ও সহকারি কর্মকর্তারা জানিয়েছেন। ব্যালেটের মাধ্যমে সংগঠনের সভাপতি পদে আপ্তাব উদ্দিন (চাকা) ৬শ’৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ফখর উদ্দিন (ছাতা) ৫শ’১৮ ও সিরাজুল ইসলাম (চেয়ার) ৩শ’৫৯ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। সহ-সভাপতি পদে ময়নুল হক ইদ্রিছ (বাইসাইকেল) ৬শ’৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাহেদ আহমদ (রিকশা) মাত্র দুই ভোটে পরাজয় বরণ করেন। সহ-সাধারণ সম্পাদক পদে আলতাব আলী (টেলিফোন) ৫শ’৬৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মটুক মিয়া (মই) ৯২২ভোট, প্রচার সম্পাদক পদে হাছির আলী (টিয়া পাখি) ৫শ’৮৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে ৫জন সদস্যের মধ্যে প্রতিদ্বন্দিতা করে সালাহ উদ্দিন (ফুটবল) ৬শ’ ৯৮ ও ঝুনু মিয়া (মোরগ) ৩শ’৯৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। নির্ধারিত সময়ে ভোট গননা শুরু হলে বুধবার রাত দেড়টা শেষ হয়। এসময় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুন্দর আলী, আমির উদ্দিন, মুজিবুর রহমান, আবুল লেইছ কাহার, ইমাম উদ্দিন, রফিকুল ইসলাম কিরন, সাংবাদিক রেজাউল করিম রেজা ও মিজানুর রহমান ফজলু, থানা পুলিশের এসআই অমিতাভ তালুকদার, নিজাম উদ্দিন, রইছ উদ্দিন, এম এ রহিম, ফয়জুল আলম লিটনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।