সিটি নির্বাচনেই সরকার পরিবর্তনের বার্তা

Khaleda-zia1সুরমা টাইমস ডেস্কঃ দেশবাসী সরকারের পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘সিটি কপোরেশন নির্বাচনগুলোতে প্রমাণিত হয়েছে দেশের জনগণ পরিবর্তন চায়। এই জালিম আওয়ামী লীগ সরকারকে আর তারা দেখতে চায় না। একই প্রমাণ এবার ঢাকা সিটি কপোরেশন নির্বাচনেও হবে।’
তিনি বলেন, ‘দেশের জনগণের আজ কোনো অধিকার নেই। কারণ আজ সত্য কথা বললেই গুম ও খুন হতে হচ্ছে। ফলে সরকার পরিবর্তন অনিবার্য।’
বেগম জিয়া বলেন, ‘সরকার মনে করেছিল বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে আসবে না। কিন্তু সরকারের সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। কারণ বিএনপি জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করছে।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের জন্য ভোট চেয়ে তিনি বলেন, ‘আব্বাস ও তাবিথকে ভোট দিয়ে জনসেবা করার সুযোগ দিন। তারা ঢাকার শহরকে বসবাসযোগ্য করে গড়ে তুলবে।’
মির্জা আব্বাস প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘মির্জা আব্বাসকে আপনারা ভালো করেই চেনেন। তাই আব্বাসকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’
তাবিথ আউয়ালের প্রশংসা করে তিনি বলেন, ‘এই যুবককে একবার সুযোগ দিন। কারণ তিনি শিক্ষিত, ভালো ও মেধাবী। একবার যদি তাকে সুযোগ দেন, তাহলে তাবিথ উত্তর ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলবে।’
এসময় তিনি মির্জা আব্বাসকে মগ ও তাবিথ আউয়ালকে বাস মার্কায় ভোট দেয়ার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নিরব বিপ্লব ঘটবে বলেও আশা প্রকাশ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘দেশের জনগণের আজ কোনো অধিকার নেই। কারণ আজ সত্য কথা বললেই গুম ও খুন হতে হচ্ছে। ফলে সরকার পরিবর্তন অনিবার্য।’
বেগম জিয়া বলেন, ‘সরকার মনে করেছিল বিএনপি সিটি কপোরেশন নির্বাচনে আসবে না। কিন্তু সরকারের সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। কারণ বিএনপি জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করছে।’
তিনি অভিযোগ করেন, ‘নববর্ষ দেশ ও জনগণের জন্য শুভদিন। এইদিন সবাই গান-বাজনা ও আনন্দ করবে এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু বর্তমান অবৈধ সরকার আমাদের অনুষ্ঠানে বাধা দিয়েছে ও অনুমতি দেয়নি।’
জাসাসের সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, চেয়ারপাসনের উপদেষ্টা আহমদ আযম খান, শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমেদ, উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।