তারেকের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড এলার্ট’
সুরমা টাইমস ডেস্কঃ আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা ও হত্যার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ইন্টাপোলের ‘রেড অ্যালার্ট’ জারির বিষয়টি আমরা জেনেছি। তবে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল উইং বিষয়টি জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছে।’
ইন্টারপোলের ওয়েবসাইটে তারেক রহমানের নাম-পরিচয়, ছবি ও বিবরণ রয়েছে। এতে বলা হয়েছে, তারেক রহমানের জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন। তার উচ্চতাসহ শারীরিক বিবরণও রয়েছে। তবে সেখানে ‘রেড অ্যালার্ট’ জারির তারিখ উল্লেখ নেই।
যদি কারো কাছে তারেকের বিষয়ে কোন তথ্য থাকে তাহলে সেখানকার জাতীয় বা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেছে ইন্টাপোল। এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খানের সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ইন্টাপোল যে রেড এলার্ট প্রকাশ করেছে তা ওয়েবসাইট পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। এতে লন্ডনে সকল বাংলাদেশিদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে।’
তিনি বলেন, ‘ইন্টারপোলের কাজ হচ্ছে পলাতক কোনো আসামিকে দৃশ্যমান করা। কিন্তু তারেক রহমান আদালতের অনুমতি নিয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন। সেখানকার বিভিন্ন জায়গায় প্রকাশ্যে সভা সমাবেশও করছেন। যদিও উচ্চ আদালতের নির্দেশে তার বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। ইন্টারপোলের এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিব্রত করবে।’
এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ইন্টারপোলের জারি করা রেড এলার্টের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ আমাদের নেয়ার কোনো সুযোগ নেই। তবে লন্ডনে যারা আছেন তারাই এ বিষেয়ে ব্যবস্থা নেবেন। ’