পুত্রের রয়েছে ১৭জন প্রেমিকা : বাড়ি ফিরিয়ে আনতে পুলিশ ডাকলেন মা!
সুরমা টাইমস ডেস্কঃ ছেলের প্রেমিকাদের হাত থেকে বাঁচিয়ে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে পুলিশ ডাকলেন মা। চীনে ঘটেছে এমন ঘটনা। একটা-আধ’টা নয় ছেলের রয়েছে ১৭জন প্রেমিকা। তাই কোনোক্রমে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে আনতে হয়েছে ছেলেকে।
জানা গিয়েছে, গত ২৪ মার্চ গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন ইউয়ান নামের এক ব্যক্তি। তারপর থেকেই একের পর এক প্রেমিকা হাসপাতালে দেখা করতে গিয়েছেন ওই ব্যক্তির সঙ্গে। এই ঘটনাতেই প্রচণ্ড চটে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ছেলের জন্য পুলিশ ডাকেন মা।
জানা গিয়েছে ইউয়ানের ১৭ জন প্রেমিকা। প্রত্যেকেরই বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে। তবে ইউয়ান নিজের জীবনে বিয়ে করেছেন একবারই। তবে সেই বিয়ে টেকেনি ইউয়ানের। এমনকি বিয়ে ভেঙে যাওয়ার জন্য ইউয়ান তার প্রথম স্ত্রীকে খোরপোষ হিসেবে দেন মাসিক ৪৫ হাজার টাকা। প্রেমিকাদের চোখ থেকে ছেলেকে বাঁচাতে শেষে পুলিশ ডাকায় ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে ইউয়ানের নাম।