হোটেল শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত : মে দিবসে ছুটির দাবি

হোটেল সেক্টরে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধি। বাজারদরের সাথে সংগতি রেখে নতুন মজুরি কাঠামো নির্ধারণ। গেজেট ও শ্রম আইন বাস্তবায়নে মালিক সমিতির সাথে সম্পাদিত চুক্তি কার্যকর ও আসন্ন মে দিবসে স্ব- বেতন ছুটির দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি: নং ১৯৩৩ এর পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সংগঠনের জেলা ও মহানগর কমিটির এক সভায় এই কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীতে রয়েছে কর্মীসভা, আলোচনা সভা, পথসভা, কমিটি গঠন পূণর্গটন, মিছিল সমাবেশ স্মারকলিপি পেশ ইত্যাদি। ৩ এপ্রিল থেকে ১মে পর্যন্ত এই কর্মসূচী পালন করা হবে। আগামী ৫ এপ্রিল রেস্তোরা মালিক সমিতি, ৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৯ এপ্রিল উপ-পরিদর্শক, ১২ এপ্রিল সহকারী শ্রম পরিচালক ১৩ এপ্রিল পুলিশ সুপার, ১৫ এপ্রিল পুলিশ কমিশনার, ১৬ এপ্রিল জেলা প্রশাসক, ১৯ এপ্রিল সিটি মেয়র, ২০ এপ্রিল বিভাগীয় কমিশনার, ২১ এপ্রিল সকল থানা ইনচার্জ ও ২২ এপ্রিল শ্রম মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ও ১,২৩,২৬,৩০, এপ্রিল মিছিল ও ১৮ এপ্রিল সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৯ এপ্রিল নগরীর বিভিন্ন স্থানে পথ সভা ও ৭,৮,১০,১২,১৫,১৭,২০,ও ২২এপ্রিল নগরীর বিভিন্ন অঞ্চলে কর্মী সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গত কাল ৩ এপ্রিল রাত ৮.০০ ঘটিকার সময় মে দিবস উদযাপন কমিটির এক সভা মহাজপট্টিস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। সভার শুরুতে মে দিবসের ছুটির দাবিতে গৃহিত কর্মসূচী নিয়ে আলোচনা হয় এবং বেশ কয়েকটি সিন্ধান্ত গৃহীত হয়। সভায় ১ মে সকাল ৯.০০টায় কোর্ট পয়েন্টে সমাবেশ করার সিন্ধান্ত গৃহীত হয় এবং মহান মে দিবস যথাযথ মর্যাদায় পালনে মো: ছাদেক মিয়াকে আহবায়ক করে ৭ সদস্য বিসিষ্ট প্রচার কমিটি গঠন করা হয়। সভায় আলোচনা করেন আকির আহমদ, ফজলুর রহমান সাজু, রমজান আলী পটু, মুহিদুল ইসলাম, মো: হোসেন, মো: আজিজুল , আনিছ মিয়া, মঞ্জুর আহমদ, তাজুল ইসলাম, ফজলু মিয়া, আলী হোসেন জাকির, মো: ছাদেক মিয়া, মো: ময়না মিয়া, আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহ আলম, আল-আমিন, মো: জাহেদ, ইউসূফ জামিল, বাবুল মিয়া, মো: সুমন, এম সফর আলী খান। সভা থেকে আসন্ন মহান মে দিবসে হোটেল রেষ্টুরেন্টে কর্মরত শ্রমিকদের স্ব-বেতন ছুটি প্রদানের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি