সংস্কৃতিকর্মী রুপক দেবকে উৎসর্গ করে দক্ষিণ সুরমার আলমপুরে মাসব্যাপী মেলা
সুরমা টাইমস ডেস্কঃ দক্ষিণ সুরমার আলমপুরের কৃত্বি সন্তান সংস্কৃতিকর্মী অকাল প্রয়াত রুপক দেবকে উৎসর্গ করে পহেলা বৈশাখ থেকে প্রতি বছরের ন্যায় এবারো আলমপুরস্থ পার্কের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস ব্যাপী বৈশাখী মেলা। সংস্কৃতি বিকাশ সংঘের উদ্যোগে দশম বারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি দিপংকর পাল টিপু জানান, মেলার শুরুতে পহেলা বৈশাখের প্রভাতবেলায় বাঙ্গালীর ঐতিহ্যবাহী পানতা – ইলিশ ভূজন ও মঙ্গল শোভা যাত্রার মাধ্যমে মেলার শুভ সূচনা করা হবে। পরে আলোচনা সভার পর উপস্থিত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অতিথিবৃন্দরা ফিতা কেটে মেলার উদ্বোধন করবেন। মেলার প্রথম দিন থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ শিশুদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। মেলার চারিদিকে নির্মাণ করা হয়েছে ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন দোকান কোঠা। কাল থেকে মেলার স্টল বরাদ্ধ দেওয়া হচ্ছে। এ ছাড়া মেলায় আগত দর্শনার্থীদের ব্যবহৃত বাহনের জন্য তৈরি করা হয়েছে পার্কিয়ের ব্যবস্থা। মেলায় নিত্যপ্রয়োজনী জিনিষপত্রসহ খেলার সামগ্রী,কাপড়,বিভিন্ন খাদ্যদ্রব্যসহ দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে বিক্রেতারা উপস্থিত থাকবেন। মেলায় প্রতিদিন র্যাফেল ড্র এর আয়োজন করা হয়েছে। মেলায় থাকছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কবিতা আবৃত্তি, নাঠক, পালাগান, বাউল সংঙ্গীত, নৃত্যানুষ্ঠান, সার্কাস, নাগরদোলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা শেষে জাতীয় পর্যায়ের শিল্পীদের নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। মেলার শেষ দিন মেলা থেকে উত্তোলনকৃত অর্থ সংস্কৃতিকর্মী অকাল প্রয়াত রুপক দেবের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।