সিলেটে নজরুল একাডেমী রক্ষায় বিশাল মানববন্ধন : এক কাতারে সর্বস্তরের মানুষ
সিলেটের নজরুল একাডেমির ভূমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এক কাতারে নেমেছেন রাজনৈতিক, ক্রীড়া, সংস্কৃতি, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সিলেটের সর্বস্তরের নজরুল অনুগারীরা। ভূমি রক্ষার দাবিতে ঘোষিত ৭ দিনের কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সিলেটের মানুষ যখনই ন্যায্য যত আন্দোলনে নেমেছে সফলতা পেয়েছে। আমরা সিলেটবাসীকে নিয়ে আজ সিলেট নজরুল একাডেমির ভূমি রক্ষার জন্য মাঠে নেমেছি, আশাকরি এ একাডেমির ভূমি কোনো ভূমি খেঁকো চক্র গ্রাস করতে পারবে না। নজরুল একাডেমীর ভুমি রক্ষায় সিলেটবাসী রক্ত দেবে তার পরও ভূমি খেঁকোদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। বক্তারা আরোও বলেন, জামায়াতি ভূমিখেকো চক্র এই দেবোত্তর সম্পত্তি দখলে নিতে একটি পক্ষকে মালিক সাজিয়ে আদালতকে ভূল তথ্য দিয়ে নজরুল একাডেমির ভূমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এই চক্রকে প্রশাসনের যেসব কর্মকর্তা সহযোগিতা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ করে শান্তির শহর সিলেটকে শান্ত রাখার আহবান জানানো হয়। যদি সিলেটের নজরুল একাডেমির ভূমি ব্যহাত হয় তাহলে সিলেটবাসী সারা সিলেট অচল করে দিবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক আলী আহমদ, গণতন্ত্রী পাটির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, মহানগর ন্যাপের সভাপতি ইছাক আলী, জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর, সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টির ড. নেছার আহমদ কায়সার, জেলা প্রেসকাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাংবাদিক লেখক আফতাব চৌধুরী, বিশিষ্ট সঙ্গীত শিল্পি ও নজরুল একাডেমির অধ্যক্ষ হিমাংশু বিশ্বাস, নজরুল একাডেমী সিলেটের সভাপতি কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক কাউন্সিলর রেজওয়ান আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম চৌধুরী বাবু, শামসুল বাছিত শেরু, আহমদ জুলকার নাইন, রজত কান্তি গুপ্ত, নিলাঞ্জন দাস টুকু, শমসের জামাল, বেলাল আহমদ চৌধুরী, এ এম এজাজ, রিয়াদ আহমদ, সুসান্ত সিনহা, সাংবাদিক মঈনুদ্দিন মন্জু, প্রভাষক প্রনবকান্তি দেব, ফখরুল ইসলাম, মাহবুব চৌধুরী, মানবাধিকার কর্মী রাকেশ রায়, যুব সংগঠক এহসানুল হক তাহের, বিজয় রায়, দেওয়ান রজব আলী, বিপ্র দাস বিক্রম, আলা উদ্দিন, রাজন তালুকদার, ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, আনিস মাহমুদ ও স্বপন বর্মন প্রমুখ। বিজ্ঞপ্তি