বিশ্বনাথে জাতীয় পার্টির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা-ধাওয়া : আহত ১৫

Biswanath (Sylhet) Photo-03.04.15-1বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে জাতীয় পার্টির (এ) দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনায় ব্যবসায়ীসহ অনন্ত ১৫জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা শহরের বাসিয়া সেতুর ওপর জাপা নেতা সিতাব আলী গ্রুপ ও এস.এম.আরশ আলী বাবলু গ্রুপের মধ্যে এঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন-জাপা নেতা সিতাব আলী, সুহেল আহমদ, আবদুল হান্নান, মঞ্জুর আহমদ, শামিম, সোহাগ আহমদ, জালাল, ব্যবসায়ী মনোফর আলী, আজাদ আলী, নাঈম মিয়া, জুয়েল আহমদ, আবদুল কালাম। অন্যান্য আহতদের নাম জানাযায়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রন আসে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সূত্রে জানাগেছে, উপজেলা জাতীয় পার্টি নেতা আরশ আলী বাবলু গ্রুপের নেতারা নব-গঠিত জেলা জাতীয় পার্টি কমিটি কে স্বাগত জানিয়ে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা শহরে মিছিল বের করে। দলীয় অস্থায়ী কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বাসিয়া সেতুর সম্মুখে আসামাত্রই সিতাব আলী গ্রুপের নেতারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হলে ব্যবসায়ীসহ অনন্ত ১৫জন আহত হন।
উপজেলা জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতা আরশ আলী বাবলু বলেন, জেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটি কে স্বাগত জানিয়েছে মিছির বের করলে সিতাব আলীর নেতৃত্বে আমাদের ওপর হালমা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হন।
সিতাব আলী বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। আমাদের ওপর তারা হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।
থানার এস.আই.মাসুদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।