বর্তমান সরকার বিদ্যুৎ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছে : কয়েস চৌধুরী
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস-সামাদ বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের সমস্যা চিহ্নিত করে সমাধান করে জনগণের প্রত্যাশা পুরণ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য সেবা সহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার সময় দেশে মাত্র ৩২০০ মেগাওয়ার্ড বিদ্যুৎ ছিল। বর্তমানে তা বাড়িয়ে ১৩০০০ হাজার মেগাওয়ার্ডে উন্নীত করা হয়েছে। যার ফলে বিদ্যুৎ সুবিধা জনগণ ভোগ করতে সক্ষম হয়েছেন।
এমপি মাহমুদ-উস-সামাদ গতকাল শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া পশ্চিম আশিঘর ও মাইজগাঁও ইউনিয়নের কায়স্থগ্রাম-গুতিগাঁও গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুব আলম, এজিএম ওমর ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক বিজন কুমার দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী লেইছ চৌধুরী, মহিব উদ্দিন বাদল, শাহ মুজিবুর রহমান জকন, মামুন আহমদ নেওয়াজ, কমর উদ্দিন চৌধুরী, আলতাবুর রহমান রুনু, মিসবাহ হোসেন চৌধুরী, ইলিয়াছ মিয়া, মইন উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডি.এম. ফয়সল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মাহফুজুর রহমান জাহাঙ্গীর, হাসান উদ্দিন চৌধুরী, মইন উদ্দিন চৌধুরী, রফিক উদ্দিন, শিক্ষক হারুনুর রশিদ, জগলুর রহমান চৌধুরী, আব্দুল মছব্বির, আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, দিদারুল আলম নিমু, কামরানুল ইসলাম কামরান, টিপু সুলতান, আরিফ আহমদ চৌধুরী, আশিদ আলী, শাহেদ আহমদ, মহিব আল মাসুদ, মনোয়ার আলী, এম.এ. কাশেম খান, জিল্লুর রহমান, নেয়ার আহমদ, মিজানুর রহমান, নাসির উদ্দিন, খালেদ আহমদ, আব্দুল বাছির খান, পারভেজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি