নবীগঞ্জে স্বাধীনতা আমার স্বাধীনতা ভাজপত্রের মোড়ক উন্মোচন

কবিতা তিমির বিনাশী আর কবিরাই সত্য, সুন্দর ও সাম্যের পৃথিবীর নির্মাতা  -ইউএনও মুহাম্মদ লুৎফর রহমান

bউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান বলেছেন- ‘কবিতা তিমির বিনাশী আর কবিরাই সত্য, সুন্দর ও সাম্যের পৃথিবীর নির্মাতা।’ তিনি গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ পৌরসভা অফিসের মাঠ প্রাঙ্গনে কবি সংসদ বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক ‘মহান স্বাধীনতা দিবস-২০১৫’ উদ্যাপন উপলক্ষে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ শীর্ষক সংকলনের মোড়ক উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। সংসদের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং কবি মোঃ মাও ইব্রাহীম মিয়া’র উপস্থাপনায় প্রধান আলোচকের বক্তৃতায় নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন- ‘কবি-সাহিত্যিকরা সমাজের বিবেক, সুস্থ্য সমাজের প্রতিষ্ঠাতা।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংসদের সহ-সভাপতি কবি হাবিবুর রহমান চৌধুরী শামীম। এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কবি কোকিল দাশ, নবীগঞ্জ জে, কে, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গীতিকার মোঃ আব্দুস সালাম, কাস্টমসের এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার কবি মোঃ গোলাম কিবরিয়া, নবীগঞ্জ পৌরসভার সচিব এম. আমিনুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা সমবায় অফিসার হাসনা হেনা, এল.জি.ই.ডি’র উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ, নবীগঞ্জ উপজেলা রিসোর্স অফিসার মেছবা উদ্দিন, নবীগঞ্জ আদর্শ সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিকার আলী আমজাদ মিলন, কবি এম. এ ওয়াহিদ লাভলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কবি উত্তম কুমার পাল হিমেল, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রণব দেব ও করগাঁও সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতেন্দ্র দাশ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রহমান লিমন, অর্থ সম্পাদক কবি রংধনুরাজ মিল্টন, প্রচার সম্পাদক কবি মুহাম্মদ হৃদয়-রাজ রহমান শাওন, সহ-প্রকাশনা সম্পাদক তৌহিদ চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ ওবায়দুর রহমান সাইদুর, সহ-দপ্তর সম্পাদক মোঃ রাজু মিয়া, কবি মোঃ সাইফুল ইসলাম সারং প্রমুখ। কবিতা আবৃত্তি করেন- কিশোর সুমন, পূজা বণিক ও স্বর্ণা বণিক। স্বাধীনতা বিষয়ক শিশু-কিশোরদের মধ্যে বক্তব্য দেন- নূসরাত ইয়াসমীন শিমু ও ইফতি। শিশু-কিশোরদের মধ্যে কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করেন- সারা মাহ্জুবা, আরিয়ান উদ্দিন আহমেদ, আরিশান উদ্দিন আহমেদ, নাফিছা ইসলাম চৌধুরী, নাহিয়ান হোসেন চৌধুরী, শেখ জান্নাতুল মাহ্জাবিন মাওয়া, ইস্নোভা তাবাসুম মাহি, আলিশা তাবাসুম অনন্যা, কাব্যজ্যোতি দাশ, ইসরাত জাহান ইমু, ইফতি, নূসরাত ইয়াসমীন শিমু, জুবায়ের ইবনে পিয়াস, আদিব আহমেদ, সোনেম শাহরিয়া রিদওয়ান, জাফরুল ইসলাম আপন, সালমা ফারিহা প্রমি, তরিকুল ইসলাম শ্রেষ্ঠ প্রমুখ। শেষে বাউল সংগীত পরিবেশন করেন বয়াতি মোঃ দুধু মিয়া ও বাউল-শিল্পী এওলা মিয়া।