সুনামগঞ্জে শহীদ মিনার চত্বরে বিজিবির মতবিনিময় সভা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ -৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির উদ্যোগে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, মাদক দ্রব্য চোরাচালান, প্রতিরোধ, নারী ও শিশু পাচার বন্ধ এবং চোরাকারবারীদের সম্পর্কে তথ্য প্রদানে সহযোগীতা চেয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার বিজিবির বিওপির আয়োজনে শনিবার রাতে বাঁশতলা শহীদ মিনার চত্বরে এ বিষয়ের ওপর আলোকপাত করে এপার ওপারের চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও দেশপ্রেমের আহবান জানিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্ণেল মো. গোলাম মহিউদ্দিন খন্দকার। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক/শিক্ষার্থী মসজিদেও ইমাম, বীরমুক্তিযোদ্ধাগণ ছাড়াও এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী জনসাারণ উপস্থিত ছিলেন।