মহান স্বাধীনতা দিবস পালন করেছে মিলান কনস্যুলেট
নাজমুল হোসেন,মিলান থেকে: মহান স্বাধীনতা দিবস পালন করেছে মিলান কনস্যুলেট। ২৬ মার্চ সকাল ১০ টায় কনস্যুলেট অফিসে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল রেজিনা আহমেদ। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ ও ভাইস কনসাল জেনারেল নাফিসা মনসুর। পবিত্র কোর্ আন তেলাওয়াত ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে সমবেত জাতীয় সংগীত পরিবেশন ও প্রবাসী মুক্তিযুদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কনসাল জেনারেল তার বক্তব্যে মহান স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম গাফফার,আব্দুল মালেক।মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি জাকির হোসেন,আওয়ামীলীগের সহ সভাপতি মান্নান মালিথা,সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান,যুবলীগের সভাপতি খান মামুন,সেচ্ছাসেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ খান তপু সহ মিলানের রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।