শহীদ মিনারে ফুল দিতে বিএনপি’র শোডাউন
সুরমা টাইমস ডেস্কঃ দীর্ঘদিন আত্মগোপনে থাকা বিএনপি নেতাকর্মীরা বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে অনেকটা শোডাউন করে শহীদ মিনারে এসে ফুল দেন। এতো দিন যেসব নেতাদের রাজপথের আন্দোলনে দেখা যায়নি, তারাও ছিলেন শ্রদ্ধাঞ্জলি নিবেদনের প্রথম সারিতে।
শহীদ মিনারে ফুল দিতে আসা নেতাদের মধ্যে ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাহের শামীম, দিলদার হোসেন সেলিম, আলী আহমদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী, ডা. নাজমুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু প্রমুখ।
গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও খুব বেশি সংখ্যক নেতাকর্মীদের দেখা যায়নি শহীদ মিনারে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছিলেন। এর আগে গত বছরের স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিতেই যাননি সিলেট বিএনপির নেতাকর্মীরা। এনিয়ে সমালোচনার মুখে পড়েন দলটির শীর্ষ নেতারা।