ছাতকে ৫দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধিঃ ছাতকে ৫দিন ধরে রাজনা বেগম (৯) নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে। সে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের আলী নূরের কন্যা ও সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এব্যাপারে নিখোঁজ স্কুল ছাত্রীর পিতা ছাতক থানায় একটি সাধারণ ডায়েরী নং-১৩৮০, তাং- ২৫.০৩.২০১৫ইং দায়ের করেন। জানা যায়, গত ২২ মার্চ বিকেল অনুমান সোয়া ৫টার দিকে স্কুল ছাত্রী রাজনা বেগম বাড়ীর কাউকে কিছু না বলে কোথায় চলে যায়। তার সন্ধানে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পরও পাওয়া যায়নি। তার উচ্চতা ৪ফুট, গায়ের রঙ শ্যামলা, নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিল গাড় সবুজ রঙয়ের কামিজ, কালো রঙয়ের সেলোয়ার, সবুজ রঙয়ের ওড়না ও পায়ে বার্মিজ সেন্ডেল। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।