নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই , প্রায় ৪ লাখ টাকার ক্ষতি
দু’টি পরিবার খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে দুই কৃষকের বসত ঘর সম্পুর্ণ ভুস্মিভুত হয়েছে। ভয়াবহ এ অগ্নিকান্ডে নগদ টাকা, ধান-চাউল, ছাগল, জরুরী কাগজপত্রসহ পল্লী বিদ্যুতের দুইটি মিটার বোর্ড পুড়ে ছাই হয়েগেছে । ক্ষয় ক্ষতির পরিমান হবে প্রায় ৪ লক্ষাধিক। অগ্নিকান্ডের শিকার ক্ষতিগ্রস্থ দুই পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২ ঘটিকার দিকে।
জানাযায়, উপজেলার ওই গ্রামের মানুষিক প্রতিবন্ধী কৃষক আশিক উদ্দিন(৭০) ও তার ভাই মিরাস উদ্দিন (৫৫) এর বসত ঘরে উল্লেখিত রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই পরিবারের লোকজন ঘুমন্ত অবস্থায় আগুনের লেলিহান শিকা চর্তুর দিকে ছড়িয়ে পড়লে এর তাপে জেগে উঠে পরিবার পরিজন নিয়ে নিরাপদ স্থানে প্রানে রক্ষা পেলেও রেহাই পায়নি গৃহপালিত ছাগলসহ মুল্যমান জিনিসপত্র এবং বসত ঘর দু’টি। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে প্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সুত্রপাতের খবর নিশ্চিত না হওয়া গেলেও ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছেন হয়ত কেউ শক্রতামুলক ভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে। এলাকাবাসীর ধারনা গোয়াল ঘর অথবা পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে। এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দু’টি পরিবার বর্তমানে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে বলে স্থানীয় সুত্রে জানাগেছে।