রাজনগরে মিছিলে অংশ নেয়া নিয়ে দু’দল মুসল্লির সংঘর্ষে আহত ১৫

Rajnogorআব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ রাজনগরের ঘড়গাঁওয়ে জুমার নামাযে লতিফ সিদ্দিকির বক্তব্য নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক পক্ষের ছোড়া গুলিতে দুই জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দু’জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে এঘটনা ঘটে। প্রতক্ষদর্শী ও পুলিশসুত্রে জানা যায়, জুমআর নামাজে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহুদ্দোজা বক্তব্য দেয়ার পর জমিয়তে উলামায়ে ইসলামের rajnogor (1)জেলা সেক্রেটারী ক্বারী সামসুল হক বক্তব্য দেন। এসময় মুসল্লিদেরকে লতিফ সিদ্দিকীর ইসলাম বিদ্ধেষী মন্তব্যের প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহনের আহ্বান জানান। এ নিয়ে ডাঃ আব্দুর রহিমের সাথে শামছুল ইসলামের কথা কাটাকাটি হয়। নামাজের পর উভয় পক্ষের লোকজন মসজিদের দু’পাশে অবস্থান নেয়। বেলা ৩টার দিকে উত্তেজিত হয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় একপক্ষের ছুড়া গুলিতে ২জনসহ ৪ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিতে আহতরা হলেন, মৃত বদর মিয়ার ছেলে জাভেদ মিয়া (৩২), আব্দুর রহিম ডাক্তারেরর ছেলে শিপন মিয়া (২৪)। ইটপাটকেলে আহতরা হলেন- রাইব উল্লার ছেলে সুশেল মিয়া (২৬), মঈন উদ্দীনের ছেলে আশিক মিয়া (২১)। তাদের সবার বাড়ী গড়গাঁও গ্রামে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।