চুনারুঘাটে দুস্থ সংস্থার নাম দিয়ে স্বাস্থ্য কেন্দ্র দখল!

Abc1চুনারুঘাট থেকে সংবাদদাতাঃ চুনারুঘাটের রাজার বাজারে দুস্থ সংস্থার নাম দিয়ে স্বাস্থ্য কেন্দ্র দখল করে নেয়া হয়েছে।এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।স্বাস্থ্য কেন্দ্রের দায়ীত্বরত ডাক্তারদের বাধাঁর মুখে ইউপি চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে দখলদারীত্ব চলছে বলে স্থানীয়রা দাবী করছেন।প্রতিদিন সন্ধার পর গাঁজার আসর বসানো হচ্ছে দখলকৃত ওই রুমে।মিথ্যা তথ্য দিয়ে ব্যানার, পেষ্ঠুন ও ফেসবুকে লোক দেখানো সেবা প্রচার করে দেশ- বিদেশের বিভিন্ন লোকদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। বাড়ি থেকে শিশুদের মিলাদ পড়ার দাওয়াত দিয়ে পথ শিশুদের ইফতার শিরোনামের ব্যানার করে ছবি তোলে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।বৃত্তি দেয়ার নামে টাকা তোলে নয়-ছয় করা হচ্ছে।সরকারের কাছ থেকে স্বাস্থ্যকেন্দ্রটি লিজ নেয়ারও পায়তারা চলছে।কমিটি বিহীন ভুইপুর ওই সংস্থার নামে সরকারের মূল্যবান সম্পত্তি আত্নসাতের গভীর ষড়যন্ত্র চলছে বলে নাম প্রকাশে অনিশ্চুক অনেকেই মত প্রকাশ করেছেন। দায়িত্বরত ডাক্তার মীরাপাল এক সাক্ষাতকারে বলেন-কিছু বখাটে রকম ছেলেরা জোড় র্পূবক রুম গুলো দখল করে রাখছে। বারবার ডাকার পর একদিন কয়েক জন যুবক Raju2264আসে।তখন তিনি রুম গুলো ছেড়ে দেয়ার অনুরোধ করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে বলে ,এগুলো নিয়ে আপনার মাথা ব্যাথার কারন নেই। অাপনার চাকুরী আপনি করেন।পরে বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী কে জানালে তিনি গাঁ ছাড়া ভাবে বলেন-এলাকার ছেলেরা কি বলব।সবশেষে উপজেলা স্বাস্থ্য কর্ম কর্তা কে অবহিত করেন ডাক্তার মীরা পাল। নিদিষ্ট কতৃপক্ষ থাকতে কি ভাবে একটি ভূয়া সংস্থার নাম দিয়ে সরকারী হাসপাতাল দখল করলো এটাই এখন প্রশ্ন।দ্রুত এই সরকারী সম্পত্তি পূনঃ উদ্ধার করে সু-রক্ষিত করবেন সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কাছে সচেতন মহলের এটাই দাবী।