বগুড়ায় আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ : পুলিশ অবরুদ্ধ

Mukhlesur Rahmanসুরমা টাইমস রিপোর্টঃ বগুড়ার গাবতলীতে আটক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশের একটি দলকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে উত্তেজিত জনগণকে শান্ত করার চেষ্টা করছে। নিহত মোখলেছার রহমান (৪৫) গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের দড়িপাড়া গ্রামের বাসিন্দা। মাদক ব্যবসায় জড়িত থাকার কারনে পুলিশ তাকে আটক করেছিল বলে প্রাথমিকভাবে জানাগেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গাবতলী থানার সহকারি এএসআই আব্দুস সবুর একজন কনস্টেবল সঙ্গে নিয়ে গোলাবাড়ি বাজার এলাকায় গিয়ে মোখলেছার রহমানের খোঁজ করে। একপর্যায়ে মড়িয়া ছয়মাইল নামক স্থানে তাকে আটক করে। এরপর তাকে মারপিট করলে ঘটনাস্থলেই মোখলেছুর মারা যায়।
প্রকাশ্যে এদৃশ্য দেখে এলাকাবাসী দুই পুলিশকে আটকে রাখে। খবর পেয়ে গাবতলী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে লাশ এবং আটকে রাখা দুই পুলিশকে থানায় নিয়ে আসার চেষ্টা করলে জনগন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে হাজার-হাজার নারী পুরুষ লাঠিশোটা নিয়ে পুলিশের দলকে অবরুদ্ধ করে ফেলে।
বেলা ৩টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের নেতৃত্বে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিাতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিকেল সাড়ে ৩টায় রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত জনতা বিক্ষোভ প্রদর্শন করছিল।
গাবতলী মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন জানান, জনগণ কর্তৃক অবরুদ্ধ পুলিশ সদস্যরা নিরাপদে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।