সুরমা টাইমস রিপোর্টঃ শহরতলীর বালুচরে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাসায় দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বালুচর আল ইসলাহ আবাসিক এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী উজ্জ্বল সপরিবারে ডাক্তারের চেম্বারে থাকাবস্থায় বাসা থেকে টাকা, ল্যাপটপ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে চোর।
স্থানীয় সূত্রে জানা যায়- প্রায় একমাস আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন উজ্জ্বল ও তার পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ডাক্তার দেখাতে যান। রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরে তারা চুরির ঘটনাটি টের পান। চোরেরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ ৪০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে। খবর পেয়ে শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন গণমাধ্যমকে জানান- এক প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। চুরির সাথে সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চলছে।