শুরু হচ্ছে ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র সপ্তাহ’

Muktijuddho Week_Film Rabeyaসুরমা টাইমস ডেস্কঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ দিবসকে সামনে রেখে দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা সপ্তাহব্যাপী প্রচার করবে মুক্তিযুদ্ধের ছায়াছবি। ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রচার হবে এই ছায়াছবিগুলো। ‘মুক্তিযুদ্ধ সপ্তাহ’ শিরোনামে এই চলচ্চিত্র গুলো প্রচার হবে রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে। মুক্তিযুদ্ধ সপ্তাহের প্রথম দিনে আজ (২২ মার্চ) প্রচার হবে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘মিথ্যার রাজা’ ছায়াছবি। এ ছবিতে অভিনয় করেছেন রুবেল, কবিতা, আবুল হায়াত প্রমুখ। ২৩ মার্চ প্রচার হবে মনতাজ আলী পরিচালিত ‘রক্তাক্ত বাংলা’। এ ছবিতে অভিনয় করেছেন বিশ্বজিৎ, কবরী প্রমুখ। ২৪ মার্চ প্রচার হবে কাজী হায়াৎ এর ‘সিপাহী’। এ ছবিতে অভিনয় করেছেন ইলিয়াচ কাঞ্চন, সুচরিতা, মান্না, চম্পা, খলিল প্রমুখ। ২৫ মার্চ প্রচার হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাঙ্গর নদী গ্রেনেট’। এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা প্রমুখ। ২৬ মার্চ প্রচার হবে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রাবেয়া’। এ ছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, বন্যা মির্জা, আলী যাকের, জতিকা প্রমুখ। ২৭ মার্চ প্রচার হবে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘চিত্রা নদীর পাড়ে’। এ ছবিতে অভিনয় করেছেন আফসানা মিমি, তারিক আনাম, রওশন জামিল প্রমুখ। এছাড়া মুক্তিযুদ্ধ সপ্তাহের শেষ দিনে আগামী ২৮ মার্চ প্রচার হবে শাহজাহান চৌধুরী পরিচালিত ছায়াছবি ‘উত্তরের ক্ষেপ’। মহান স্বাধীনতার এই মাসে মুক্তযুদ্ধের চলচ্চিত্র উপভোগ করতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়।