আল-ফালাহ ইসলামিক একাডেমীতে ১০টি বৃত্তি লাভ ॥ উপজেলায় ১ম স্থান

alfalah islamic academyএম এম সামছুল ইসলাম, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পিএসসি ও ইবতেদায়ীতে সর্বমোট ৫২টি বৃত্তি লাভ করেছে। তন্মধ্যে আল-ফালাহ ইসলামিক একাডেমীতে সর্বোচ্চ ১০টি বৃত্তি লাভ করে উপজেলা ১ম স্থান অধিকার করেছে। তন্মধ্যে ট্যালেন্টপুলে ৫ ও সাধারন গ্রেডে ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো- ১। জুড়ী উপজেলার গোবিন্দপুর গ্রামের নিমার আলী ও স্বপ্না বেগমের পুত্র শাকিব আলী, ২। দ্বহপাড়া গ্রামের কবির উদ্দিন ও ফারহানা ইসলামের পুত্র শাহরিয়ার আহমদ, ৩। পশ্চিম গোয়ালবাড়ী গ্রামের মোস্তাকিম আলী ও জাকিয়া সুলতানার পুত্র তানভীর আহমদ, ৪। গোয়ালবাড়ী গ্রামের কবির উদ্দিন ও সালমা বেগমের পুত্র রেদওয়ান করিম, ৫। দ্বহপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন ও ফারজানা আক্তারের পুত্র আব্দুল্লাহ আল রাফি। সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলো- ৬। দক্ষিন বড়ধামাই গ্রামের হাফিজ আপ্তাব উদ্দিন ও আক্তারুন নেছার পুত্র আবু তাহের, ৭। পশ্চিম গোয়ালবাড়ী গ্রামের ফৈয়াজ আলী ও রাবিয়া বেগমের পুত্র মাহফুজ আহমদ, ৮। বড়ধামাই গ্রামের ফয়জুর রহমান ও শাহানা আক্তারের কন্যা সাদিয়া ফেরদৌস, ৯। জায়ফরনগর গ্রামের সামছু মিয়া ও স্বপ্না বেগমের কন্যা মারিয়া জান্নাত, ১০। কামিনীগঞ্জবাজার (লামা বাজার) নিবাসী আল-ফালাহ ইসলামিক একাডেমী জুড়ী শাখার শিক্ষক হাফিজ নাজমুল ইসলাম ও আয়শা বেগমের পুত্র শাহিদুল ইসলাম সালমান। আল-ফালাহ ইসলামিক একাডেমী গোয়ালবাড়ী শাখার প্রধান শিক্ষক মাওঃ শামছুল ইসলাম জানান, শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা ও গুরুত্বের সাথে দায়িত্ব পালনের জন্য এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।