ফটো সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে যুব সামাজের মানববন্ধন
গত ১০ মার্চ আদালত পাড়ায় দৈনিক উত্তর পূর্ব পত্রিকা ও সিলেটভিউ২৪.কমের ফটো সাংবাদিক নুরুল ইসলামের উপর কথিত আইনজীবিদের হামলার প্রতিবাদে গতকাল বৃহত্তর নয়াসড়ক, মিরবক্সটুলা, কুমারপাড়া যুব সমাজের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ মার্চ আদালত পাড়ায় আইনজীবিদের মিছিলের ছবি তুলতে গেলে কথিত আইনজীবিদের হামলায় আহত হন ফটো সাংবাদিক নুরুল ইসলাম এবং ঐ সময় তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়া তারা। বিগত ৯ দিন পার হয়ে যাওয়ার পরও কোন বিচার করা হয়নি ও ক্যামেরা দেওয়া হয়নি। তারি প্রতিবাদে এবং কথিত আইনজীবিদের শাস্তির দাবীতে মানববন্ধন করেন যুব সমাজের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে তারা বলেন, যদি সম্মান জনক ভাবে বিষয়টি নিস্পত্তি না হয় তাহলে আমরা বৃহত্তর সচেতন যুব সমাজ সিলেট থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। মানববন্ধনে উপস্থিত ছিলেন যুব সামাজের পক্ষে শিমুল আহমদ, আব্দুল ওয়াদুদ, নাজিম উদ্দিন, তামিম আহমদ, সোহেল আহমদ, সালমান আহমদ, অপু আহমদ, তাজু ইসলাম, সুমন মিয়া, তছলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি