শঙ্কামুক্ত শিক্ষাজীবনের দাবিতে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজে মানববন্ধন কর্মসূচি পালন
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজ ক্যাম্পাসে “নিরাপদে ক্লাশ ও পরিক্ষা দিতে চাই, শঙ্কামুক্ত শিক্ষাজীবন চাই, শিক্ষা ধ্বংসকারি সহিংসতা বন্ধ কর” এই দাবিতে শনিবার সকালে এক মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, গভর্নিং বডি সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়। সকাল ১১টা থেকে প্রায় ৪৫মিনিট পর্যন্ত স্থায়ী অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক, উপাধ্যক্ষ মহী উদ্দিন, কলেজ গভর্নিং বডির সদস্য সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, মাস্টার মফিজুর রহমান, অধ্যাপক কানন বালা রায়, রমেন্দু বিকাশ দে, সুধাংশু কুমার চন্দ, তৈমুছ আলী, বরণ কুমার চৌধুরী, শাহ শফিকুল আলম, রতিলাল রায়, জান্নাত আরা খান, ররফিকুল ইসলাম, কৃপাসিন্দু দাস, প্রভাষক নিখিল রঞ্জন দাস, সঞ্জিত নারায়ন চৌধুরী, তপন কুমার দে, আকবর আলী, আমিন উদ্দিন, উজ্জল দেব, নজরুল ইসলাম, বাবুল চন্দ্র দেব, আবুল হাসনাত, অনন্ত কুমার দে, উজ্জল দে, প্রদীপ চক্রবর্তী, সহকারি লাইব্রেরিয়ান আজাদ আহমদ, অফিস সহকারি আবদুস শহিদ, রাখাল কৃষ্ণ তারণ, ইশরাক হোসেন, জ্যোতিশ মালাকার, নুর মিয়া, বাবুল চন্দ্র দাস, নারায়ন চন্দ্র, চম্পা বেগম প্রমূখ।