ছাতকে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৬

মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধিঃ ছাতকে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় দুদু মিয়া (২৫) নামের এক যুবক নিহত ও মহিলাসহ ৬ ব্যক্তি আহত হয়েছে। নিহত দুদু মিয়া উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ছোট বিহাই গ্রামের মমশর আলীর পুত্র। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। পৃথক দূর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, শনিবার সকালে ছাতক-জাউয়াবাজার সড়কের জাউয়াগামী ট্রাক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ছোট বিহাই গ্রাম থেকে গাছ ভর্তি ট্রাক (নং-সিলেট-ড ১১-২০৩২) নিয়ে যাওয়ার পথে ছোবহানের বাড়ির সামনে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকে গাছের মালিক দুদু মিয়া ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন বাজনামহল গ্রামের জমির আলীর পুত্র জাহাঙ্গীর আলম (১৭) ও একই গ্রামের তফজ্জুল আলী, শাহ জাহান (২০), নেত্রকোনা জেলার রুমেন (১৬)। এদিকে সন্ধ্যায় ছাতক থেকে মোটরসাইকেল যোগে সিলেট যাওয়ার পথে গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের মুক্তিরগাঁও এলাকায় পৌছা মাত্র সড়কে একটি গরুর সাথে ধাক্কা লেগে সাইকেল উল্টে যায়। এসময় মুক্তিরগাঁও গ্রামের নুর জাহান বেগম (৪৫) ও সিলেট সদরের নোয়াগাঁও গ্রামের লাল মিয়া (২৮) আহত হয়। আহত এ দু’মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।