ছাতকে বিয়ের ৪মাসের পর স্ত্রীর সন্তান প্রশ্রব!!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে বিয়ের ৪ মাসের পর এক সন্তানের মা হয়েছেন কনে! এ ঘটনায় স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পরোয়া করেন নি। বিষয়টি ধাঁমাচাপা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় মাতব্বররা। অবশ্যই শেষ-মেষ সন্তানের প্রকৃত পিতার কাছে কনের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এ ঘটনায় রীতিমত আলোচনা-সমালোচনার ঝড় বইছে উপজেলার সর্বত্রে। জানা যায়, উপজেলার দোলার বাজার ইউনিয়নের একটি গ্রামের ফুরকান আলী (ছদ্মনাম)’র সাথে গেল বছরের ৫ নভেম্বর কালারুকা ইউনিয়নের ফুলমতি (ছদ্মনাম)’র বিয়ে সম্পন্ন হয়। বিয়ের প্রায় ৪ মাসের মাথায় চলতি বছরের ৫ মার্চ বৃহস্পতিবার দিনে-দুপুরে বরের বসত ঘরে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন কনে ফুলমতি (ছদ্মনাম)। হতবাক হওয়া এ বিষয়টি বরের বাড়ির লোকজন কনের বাড়িতে অবহিত করলে পরের দিন কনেসহ সন্তানকে কনের পিত্রালয়ে নেয়া হয়। এ কারণে ৭ মার্চ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে এ বিয়েটি তালাকের মাধ্যমে ভঙ্গ করে দেয়া হয়। এদিকে নিষ্পাপ শিশুটির প্রকৃত পিতা উপজেলার জালালপুর এলাকায় একটি গ্রামের বাসিন্দা ফকির আলম (ছদ্মনাম)’র সাথে ফুলমতি (ছদ্মনাম)’র দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে বলে সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে।