আদালতের রায় অমান্য করে ছাতকের লাকেশ্বরে আজ ষাঁড়ের লড়াই
মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি: ছাতকে আদালতের রায়কে অমান্য করে আবারো চলছে ষাঁেড়র লড়াই। উপজেলার বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রভাবশালী মাতব্বরদের উদ্যোগে একের পর এক ষাঁেড়র লড়াই, মোরগের লড়াইসহ প্রাণী নির্যাতন চলে আসছে। আর এসবের নামে হচ্ছে প্রকাশ্যে জুয়ার আসর। জানা গেছে, প্রশাসনের কোন প্রকার বাঁধা ছাড়াই জাউয়াবাজার ইউনিয়নের ছাতারপই, দোলারবাজার ইউনিয়নের পূর্ব বসন্তপুর-কচুর কান্দি ও মোটরসাইকেল প্রাইজ দিয়ে ২৮ফেব্র“য়ারী লাকেশ্বর এলাকার হায়দরপুর গ্রামে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। এসব লড়াইয়ে স্থানীয় প্রশাসন কোন ভূমিকা রাখেনি বলে অভিযোগ সাধারণ মানুষের। এর ধারাবাহিকতায় আজ (শনিবার) ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজার সংলগ্ন এলাকায় ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হবে বলে প্রস্তুতি চলছে। সম্প্রতি গোবিন্দগঞ্জে বালু মাঠে আয়োজন করা হয় মোরগের লড়াই। পরে থানা পুলিশের এস আই চম্পক’র নেতৃত্বে অনুষ্ঠিত মোরগের লড়াই বন্ধ করে দেয়া হয়। এদিকে ১০মার্চ উপজেলার দোলার বাজার ইউনিয়নের আনুযানি গ্রামের মাঠে আয়োজিত ষাঁেড়র লড়াইটিও বন্ধ করতে সক্ষম হন থানা পুলিশের এস আই অমিতাভ তালুকদার। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি) ফোনটি রিসিভ করেননি।