মুক্তিযোদ্ধা কাদের খাঁন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের গুঞ্জরকান্দি গ্রামে রাষ্ট্রীয় মর্যাাদায় মুক্তিযোদ্ধা কাদের খাঁনকে (৬৫) সমাহিত করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত দুইটায় ঢাকার মিরপুরের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা কাদের খাঁন মারা গেলে শুক্রবার বিকাল সোয়া ৩টায় গ্রামের বাড়ি কমলগঞ্জের গুঞ্জরকান্দিতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা কাদের খাঁনের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার বেলা ৩টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে পুলিশের একটি চৌকুস দল জাতীয় পতাকা দিয়ে তার (মুক্তিযোদ্ধা কাদেরের) কফিন ঢেকে গার্ড অব অনার প্রদর্শন করে শেষ সালাম জানায়। পরে কয়েকশ মুসল্লীর উপস্থিতিতে নামাজে জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, একজন মুক্তিযোদ্ধাকে কবরস্থ করার আগে সম্মান জানাতে পেরে তিনি ধন্য।