রাজনীতি জনগণের কল্যাণমুখি হওয়া দরকার :বন ও পরিবেশ মন্ত্রী
শাহ মো. হেলাল, বালাগঞ্জ: বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন রাজনীতি জনগণের কল্যাণমুখি হওয়া দরকার। মানুষ পোড়িয়ে মারাকে রাজনীতি বলে না। আমাদের রাজনৈতিক চরিত্র পরিবর্তন করতে হবে। মানুষ মারার রাজনীতি থেকে বেড়িয়ে আসতে হবে। গতকাল বুধবার বিকেলে ওসমানীনগরের উমরপুর ইউপির খাদিমপুর নছিব উল্যা উচ্চ বিদ্যালয়ে প্রবাসী ‘বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে‘র’বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা গুলো বলেন।
ট্রাস্ট সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, আমাদের দেশে শিক্ষিতের হার ১৬ শতাংশ থেকে বেড়ে তা ৮০ শতাংশে উন্নিত হয়েছে। দেশের শিক্ষাসহ সার্বিক উন্নয়নে প্রবাসীরা ব্যাপক ভূমিকা পালন করে আসছে।
ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ শাহ আজিজুর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃত্তি বিতরণ কমিটির আহবায়ক ট্রাস্টি হারুনুর রশিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, আতাউর রহমান মানিক, মকদ্দুছ আলী, ট্রাস্টি মোহাম্মদ আয়াছ, আবুল কাহার লিটন, গোলাম কিবরিয়া, শেখ নুরুল ইসলাম জিতু, জুয়েল আহমদ, আজমল আলী খান, বাবুল খান প্রমুখ।
অনুষ্ঠানে বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র’ পক্ষ থেকে ওসমানীনগর ও বালাগঞ্জের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১’শ শিক্ষার্থীর মধ্যে ৩৩ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়।