কূটনীতিককে ছাড়িয়ে নিল দূতাবাস

Gold Bar Recoveryসুরমা টাইমস ডেস্কঃ শাহজালাল বিমানবন্দরে শুল্ক বিভাগ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে ২৭ কেজি স্বর্ণসহ আটক উত্তর কোরীয় কূটনীতিক ফন ইয়ং ন্যামকে (৪০) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেছে দেশটির ঢাকা দূতাবাস।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম ও এপিবিএনের মিডিয়া অফিসার তানজিনা আক্তার  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তর কোরিয়ার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার ভিত্তিতে তার লিখিত জবানবন্দি নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে নিয়ে যাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসকিউ-৪৪৬) থেকে স্বর্ণসহ বিদেশি এই কূটনীতিককে আটক করা হয়। আটকের কয়েক ঘণ্টা পর ফন ইয়ং ন্যামকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে তখন এপিবিএনের মিডিয়া অফিসার তানজিলা আক্তার বলেন, ‘ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। এজন্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক কূটনীতিকের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেয়া হবে কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করবে।’