মানুষ হত্যা করে সরকারের পতন ঘটানো সম্ভব নয় : হুইপ সেলিম উদ্দিন
জকিগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেছেন আন্দোলনের নামে বিএনপি-জামায়াত পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার হুলি খেলায় মত্ত। মানুষ হত্যা করে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। চোরাগুপ্তা ও সহিংসতা ছেড়ে ২০ দলকে শন্তি শৃংখলার আন্দোলনে আসতে হবে। তৃণমূলের সমর্থন নিয়ে তাদেরকে সংসদে আসতে হবে। সরকারের প্রতি মানুষের আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন বর্তমান সরকারের প্রতি সংখ্যাগরিষ্ট মানুষের সমর্থন রয়েছে। সরকার সফলতার সাথে ৫ বছর মেয়াদ পূর্ণ করবে। গতকাল শুক্রবার সকালে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে শাহগলী খালে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খিলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউপি জাপার সভাপতি তমিজুর রহমানের সভাপতিত্বে ও খিলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক এখলাছুর রহমানের সঞ্চালনায় সভায় হুইপ সেলিম উদ্দিন আরো বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। আমার সংসদীয় আসনের প্রধান সমস্যা গ্যাস সরবরাহ, নদীর ভাঙ্গন, যোগাযোগ ব্যবস্থাসহ গুরুত্বপূর্র্ন বিষয়গুলো জাতীয় সংসদে উপস্থাপন করেছি। সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথেও যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। জাতীয় পার্টি সরকারের অংশীদার হলেও জাতীয় সংসদে বিরোধীদল হিসাবে জনগনের দাবী আদায়ে সরকারের অন্যায় কাজের প্রতিবাদ করে জাপা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান আহমদ চৌধুরী, জেলা জাতীয় সাবেক সহ-সভাপতি আব্দুস শহীদ লস্কর বশির, সাবেক সাধারন সম্পাদক আবুল কাসেম মন্টু, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ বাহাদুর, ইউপি আওয়ামীলীগ সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক মঞ্জুরুল হামিদ চৌধুরী, ইউপি জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোক্তাউর রহমান চুনু, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য লোকমান আহমদ চৌধুরী নোমান, সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, সমাজসেবী খলিলুর রহমান, আব্দুল হক লনি, মুক্তিযোদ্ধা আমিনুল হক, ফারুক আহমদ, আজিজুর রহমান লিলু মিয়া, আব্দুব্দুল্লাহ আহমদ ও উজ্জল আহমদ প্রমূখ।