শাহী ঈদগাহ এলাকায় সিলেট মহানগর জামায়াতের গণমিছিল
জনতার চুড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত কোন ষড়যন্ত্রই চলমান আন্দোলন দমাতে পারবেনা
——সিলেট মহানগর জামায়াত
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী অবৈধ সরকারের নিপীড়নে গোটা দেশ আজ এক আতংকের জনপদে পরিনত হয়েছে। চলমান শান্তিপুর্ন গনতান্ত্রিক কর্মসুচীকে বানচাল করতে বাকশালী গোষ্টী রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে চরম নৃশংসতার আশ্রয় নিয়েছে। নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার করে অমানুষিক নির্যাতন চালিয়ে পঙ্গু করার মাধ্যমে জাতিকে মেধাশুন্য করার চক্রান্ত চলছে। দেশবাসীর ন্যায় গোটা বিশ্ববাসী যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপের দাবী জানাচ্ছে সরকার তখন জঙ্গি নাটক সাজিয়ে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে। ২০ দলীয় জোট মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গনতন্ত্র পুনরুদ্ধারের জাতীয় বৃহত্তর স্বার্থে আন্দোলন চালিয়ে যাচ্ছে । দেশপ্রেমিক জনতা ২০ দলের সাথে একাত্ম হয়ে সকল কর্মসুচী সর্বাত্মকভাবে সফলের মাধ্যমে অবৈধ সরকারকে বারবার প্রত্যাখ্যান করছে। জনতার বিজয় না হওয়া পর্যন্ত কোন ষড়যন্ত্রই চলমান আন্দোলন দমাতে পারবেনা।
অবিলম্বে সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা দক্ষিণ সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহাজাহান আলী সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি জানান তারা।
গতকাল বৃস্পতিবার ২০ দলীয় জোট কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণমিছিল কর্মসুচীর অংশ হিসেবে হরতাল-অবরোধের সমর্থনে নগরীর শাহী ইদগাহ এলাকায় মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আনোয়ার, রফিকুল ইসলাম, সাহেদ আহমদ, ছাত্র শিবির নেতা নজরুল ও মামুন আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ ২০ দলীয় জোট আহুত টানা ৭২ ঘন্টার পর টানা ৪৮ ঘন্টার হরতালের শেষ দিন বৃহস্পতিবারও শান্তিপুর্ন সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীকে অভিনন্দন জানান। একই সাথে গনতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর স্বার্থে চলমান টানা অবরোধ এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসুচী সফল করার জন্য পরিবহন মালিক, শ্রমিক ব্যাবসায়ী নেতৃবৃন্দ সহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।