এডভোকেট মাহফুজ সহ হত্যা মামলায় আ’লীগের ৩ আইনজীবী জেলে

adv-mahfuz_abdulaliসুরমা টাইমস ডেস্কঃ চাঞ্চল্যকর আব্দুল আলী হত্যা মামলায় আওয়ামী লীগ সমর্থিত তিন আইনজীবীকে জামিন নামঞ্জুর জেল হাজতে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সিলেটের জেলা ও দায়রা জজ খন্দকার কামাল উজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। জেল হাজতে প্রেরিত তিন আইনজীবীরা ও আওয়ামীলীগ নেতারা হলেন, সিলেট জজ কোর্টের এপিপি ও সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান,জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আজমল আলী ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ভুট্টো।
জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার যুবলীগ নেতা ও ব্যবসায়ী আব্দুল আলীকে গত বছরের ২৪ অক্টোবর সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার কাটাগাঙ নামক স্থানে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে তেলিখাল ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ আলফুসহ ২৯ জনের নাম উলেৱখ করে মামলা দায়ের করেন। আর এই মামলায় আজ (৩ মার্চ) জামিন চাইতে আসলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নিদের্শ দেন। সূত্র জানায়, এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন এই তিন আনইজীবী ও আওয়ামীলীগ নেতা। জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালত থেকে আবার জামিন প্রার্থনা করতে আসলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেননি। সূত্র জানায়, প্রসঙ্গত, গত বছরের ২৪ অক্টোবর হত্যাকান্ডের পর ২৯ জনের বিরোদ্ধে মামলা দায়েরের পর আলফু চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় অনেকেই এখনো জেল হাজতে আছেন।