মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা কোনাগাঁও এলাকায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফয়াজ আলীর বাড়ি থেকে ৫২ ব্যাটালিয়নের ফুলতলা বিজিবি অভিযান চালিয়ে ২ বস্তা ভারতীয় চকলেট বোমা,৫ শত নাসির বিড়ি ও ১৫ বোতল মদ উদ্ধার করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার রাতে ফুলতলা বিজিবি ক্যাম্পের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. ফয়াজ আলীর কোনাগাওঁয়ের বাড়ি থেকে ২ বস্তা (১ হাজার ৫৮৪ পিস) ভারতীয় চকলেট বোমা, ৫ শত নাসির বিড়ি ও ১৫ বোতল মদ উদ্ধার করে।এদিকে,ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়াজ আলী ঘটনা অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য কে বা কারা আমার কোনাগাওঁ গ্রামের নতুন বাড়িতে ২ বস্তা ভারতীয় চকলেট বোমা রেখে দৌঁড়ে পালিয়ে যায়।