পাঁচ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
সুরমা টাইমস ডেস্কঃ পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ওই সময় সিলেটগামী উদয়ন সুরমা মেইল ও কুশিয়ারা ট্রেন শায়েস্তাগঞ্জে আটকা পড়ে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বগিটি উদ্ধার করলে ফের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রশিদপুর স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান- সকাল সাড়ে ৬টার দিকে বাহুবলের রশিদপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যূত হলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ছুটে যায়। প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর লাইনচ্যূত বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।