২৭ ফেব্রুয়ারী আশুগঞ্জে এনডিএফ’র কেন্দ্রীয় সমাবেশ
সিলেটে প্রচার মিছিলের অনুমতি দেয়নি পুলিশ
সুরমা টাইমস ডেস্কঃ সাম্রাজ্যবাদের এক দালাল বা জোটের পরিবর্তে আরেক দালাল বা জোট নয়, এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আর এক সাম্রাজ্যবাদ নয়, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-মুৎসুদ্দী পূঁজি বিরোধী শ্রমিক-কৃষক জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আন্দোলন বেগবান। জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, করিডোর প্রদান বন্ধ, গুম, খুন, হত্যা, দমন, নির্যাতন-নিপীড়ন, জ্বালাও পোড়াও সন্ত্রাস বন্ধ। শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষি উপকরণের দাম কমানো, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, পেশাজীবিদের ন্যায্য দাবি, বেকার যুবকদের কাজ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, গ্যাস বিদ্যুৎতের মূল্য বৃদ্ধি রোধ, শিক্ষা ব্যয় কমানো, নারীদের সমঅধিকার, অশ্লীল সংস্কৃতিচর্চা বন্ধ, ঘুষ দুর্নীতি ও লুটপাট ইত্যাদি বন্ধের দাবিতে ২৭ ফেব্রুয়ারি এন ডি এফ এর উদ্যেগে আশুগঞ্জ নাঠালমাঠে এক কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সভাপতি ডা. এম এ করিম। উক্ত সমাবেশ সফলের লক্ষ্যে আজ ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী প্রচার মিছিল কর্মসূচীর অংশ হিসাবে সিলেট জেলা শাখার পক্ষ থেকেও মিছিলের আয়োজন করে এস এম পি কার্যালয়ে পত্র প্রেরণ করা হয়। গতকাল ২৪ ফেব্রুয়ারি এস এম পি থেকে ফোনে মিছিল করা যাবে না বলে জানানো হয়। মিছিলে পুলিশের অনুমতি না থাকায় আজ সিলেটে প্রচার মিছিল বের হয়নি। তবে সাংগঠনিক অন্যান্য প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। কেন্দ্রীয় সমাবেশে সিলেট থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী সমাবেশে যোগদানের প্রস্তুতি গ্রহণ করেছেন। আশুগঞ্জে এন ডি এফ এর সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মী ফ্রন্ট ভুক্ত সকল সংগঠনের সভাপতি সম্পাদকদের সাথে যোগাযোগ করা জন্য সমাবেশ প্রস্ততি কমিটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারি আশুগঞ্জের সমাবেশকে সফল ও সহযোগিতা করার আহবান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: সুরুজ আলী, সাধারণ সম্পাদক রুপক দাস, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা শাখার সংগঠক সাজেদা বেগম।