ছাতকে আ’লীগ কর্মীর হাতে উপজেলা প্রকৌশলী লাঞ্চিত : গাড়ির ড্রাইভারের ওপর হামলা: মামলা নিতে ওসির গড়িমসি

hamlaসুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শিল্পনগরীও প্রবাসী অধ্যুষিত ছাতক স্থানীয় এক আ”লীগ কর্মী উপজেলা সহকারি প্রকৌশলীকে লাঞ্চিত করার পাশাপাশী ইউএনওর গাড়ি চালককের ওপর হামলা চালিয়ে তাকেও শারিরীক ভাবে লাঞ্চিত করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলায় আন্দারীগাঁও নামক এলাকায় একটি নির্মানাধীন সড়কের কাজ মঙ্গলবার পরিদর্শনে গেলে ঠিকাধারী প্রতিষ্ঠানে প্রভাব খাটিয়ে নিজের লোকজন বালি-পাথর সরবরাহকারী কেডি,এস এনামুল হক নামের এক স্থানীয় আ’লীগ কর্মী লোকজন ওয়ার্ক অর্ডার অনুযায়ী বালি পাথর সরবরাহ করতে না পেরে নিম্ন মাণের বালি পাথর সরবরাহ করায় এসব নির্মাণ সামগ্রী সড়কের কাজে ব্যবহার না করতে নির্দেশ প্রদান করেন ইউএনও আইনুন আক্তার পান্না। এর পর কেডি এস নামের ঐ আ’লীগ কর্মী ইউএনও, এ্যাসি ল্যান্ড মো. মাছুম বিল্লাহ্এর সামনেই উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার অশালীন ভাষায় কথা বলে তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন। এ পর্যায়ে ইউএনওর গাড়ির ড্রাইভার মুখলেছুর রহমান বাধা দিতে এগিয়ে গেলে কেডি এস তাকেও শারিরীক ভাবে লাঞ্চিত করেন। রাতে গাড়ির ড্রাইভার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ওসি কার্যত বিষয়টি আমলে না নিয়ে উল্টো ঐ আ’লীগ কর্মীর সাথে বিষয়টি রফাদফা করতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গড়িমসি করছেন বলে ভোক্তভোগীরা অভিযোগ তুলেছেন। ওসি শাহজালাল মুন্সী বুধবার গড়িমসি ও রফাদফার অভিযোগ অস্বীকার করে বললেন আসলে ঘটনা এতটা না , দেখা যাক কি করা যায়, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।