ছাতকে দুর্ধর্ষ ডাকাতি : মালামাল লুট, আহত ৩, আটক ৩

ফাইল ফটো
ফাইল ফটো

ছাতক সংবাদদাতাঃ ছাতকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানাগেছে। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তা লায়েক মিয়াসহ পরিবারের ৩সদস্য গুরুতর আহত হয়। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ডাকাতরা নগদ টাকা, স্বর্নালংকারসহ প্রায় সাড়ে ৫লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কাজিহাটা-নোয়াগাঁও গ্রামের মৃত আলহাজ্ব আছদ্দর আলীর পুত্র প্রবাসী লায়েক মিয়ার বাড়িতে ডাকাতির এ ঘটনাটি ঘটে। জানা যায়, আধাপাকা টিনসেডের বসত ঘরের দরজা ভেঙ্গে ২০-২৫জনের সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করে অস্ত্রের মূখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটতরাজ চালায়। ১১ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫০হাজার টাকাসহ প্রায় সাড়ে ৫লক্ষাধিক টাকা মুল্যের মালামাল ডাকাতরা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় গুরুতর আহত গৃহকর্তা লায়েক মিয়া (৩০), তার স্ত্রী রুনা বেগম (২২) ও বোন খালেদা বেগম (২৪) গুরুতর আহত হয়। থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেলে গ্রামের জড়ো হওয়া লোকজনের মাঝে তিন ব্যক্তিকে ডাকাত বলে পরিবারের সদস্য চিহ্নিত করলে পুলিশ তাৎক্ষনিক একই গ্রামের নুরুল ইসলামের পুত্র হোসেন (৩২), আকরাম আলীর পুত্র সাদক আলী (৩৫) ও রইছ আলীর পুত্র তৈয়ব আলী(২৮)কে আটক করেন। ছাতক থানার এস আই এবিএম দিলোয়ার ৩ব্যক্তিকে আটকের কথা স্বীকার করেছেন।