২৩নং ওয়ার্ড তালামীযের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি হুমায়ুনুর রহমান লেখন বলেছেন, যুগের চাহিদা মোতাবেক জ্ঞানার্জনের পাশাপাশি দ্বীনি কর্মকান্ডে প্রত্যেক ছাত্রদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি সমকালীন ইসলাম বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি সরকারের প্রতি জোরালো দাবী জানিয়ে বলেন, নাস্তিক-মুরতাদদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য অবিলম্বে ব্লাসফেমী আইন প্রণয়ন করতে হবে।
তিনি গত মঙ্গলবার বিকাল ৫টায় সোবহানীঘাটস্থ সিলেট বিভাগীয় কার্যালয়ে ২৩নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত তালামীযে ইসলামিয়ার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২৩নং ওয়ার্ড শাখার সভাপতি আজাদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষা-সাংস্কৃতিক সম্পাদক সায়েম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর তালামীযের সহ সভাপতি এনাম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান রাসেল, প্রশিক্ষণ সম্পাদক শেখ মনোয়ার হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, সদস্য শাহ আব্দুল আজিজ জায়েদ, ৩নং ওয়ার্ড শাখার আহ্বায়ক হুসাইন আহমদ, সদস্য সচিব রুহুল আমিন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল কাদির, লিমন আহমদ, আনোয়ার হোসেইন, জুবায়ের আহমদ, আমিনুল ইসলাম, এলিম আহমদ। বিজ্ঞপ্তি