আন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা
গতকাল রবিবার মহান আন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে, জালালাবাদ ফেন্ডস কাব এর উদ্যোগে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা পুরস্কার বিতরন অনুষ্টান সম্পন্ন। নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর মিলনাতয়নে অনুষ্টিত হয়। জালালাবাদ ফ্রেন্ডস কাবের সভাপতি রেহান আহমদ বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ এর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক সিলেটের ডাক দেওয়ান তৌফিক মজিদ লায়েক।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েক তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল, আজ তা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি লাভ করেছে। বিশেষ অতিথি ছিলেন জহির খান লায়েক, ওয়াহিদুস সামাদ পাপ্পু, মো. আজিজুল ইসলাম, রুয়াইব আহমদ রুয়েব। প্রতিযোগীতায় সর্বাত্তক সহযোগীতা করেন মাসুক আহমদ, জুয়েল আমদ, জিয়া আহমদ, নয়ন ইসলাম, শাকিল আহমদ, আল আমিন, রনি, মুবিন আহমদ, মতি হোসেন, নিজাম আহমদ, জমিল প্রমুখ। বিজ্ঞপ্তি