গনদাবী ফোরামের জরুরী সভা : রমজান মাসে নগরীর রাস্তাঘাট যানজট মুক্ত রাখার দাবী

সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা গতকাল শুক্রবার (১৯ জুন) দুপুরে সংগঠনের ৩/১৩, সুরমা মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য সচিব মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের উপস্থাপনায় সভায় বলা হয়, পবিত্র রমজান মাসে সিলেট নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না। সে জন্য নগরীকে যানজট রাখা এবং ফুটপাতে হকাররা যাতে দোকান বসাতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। সভায় এক প্রস্তাবে সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী এবং ঔষধপত্র বিতরণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। সভায় বলা হয়, সিলেট নগরীতে রিকশা ভাড়ার কোন নির্ধারিত হার না থাকায় রিকশা চালকরা যাত্রীদের নিকট হতে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। এর ফলে যাত্রীরা চালকদের দ্বারা নানাভাবে নাজেহাল ও হয়রানীর শিকার হতে হচ্ছে। নগরীতে রিকশা ভাড়া নির্ধারণ এবং বিভিন্ন পয়েন্টে ভাড়ার তালিকা টানানোর জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। রমজান মাসে সংগঠনের সাপ্তাহিক সভার পরিবর্তিত সময়সূচী হচ্ছে-প্রতি বৃহস্পতিবার বেলা ২ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত। সংগঠনের সদস্যবৃন্দকে সাপ্তাহিক সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়
সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ইয়াওর বক্ত চৌধুরী, শামীম হাসান চৌধুরী এডভোকেট, প্রবাসী শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, প্রাক্তন চেয়ারম্যান জমির উদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজসেবী মুরাদ আহমদ, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মাষ্টার আব্দুল মালিক, মাওলানা এম. এ জলিল, সৈয়দ মোস্তাফিজুর রহমান, ডা: মোহাম্মদ জালাল উদ্দিন, কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন, ইমরান আহমদ, কামরান হোসেন, রত্না বেগম, আব্দুস শহীদ (শাহীন), বিরাই খা, রিপন মিয়া, জাকারিয়া আহমদ, রাহী আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি