নির্ধারিত সময়ের মধ্যে বোরো ফসল রক্ষার সব ক’টি বাঁধের কাজ সম্পন্ন করতে হবে : রতন এমপি
তাহিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মহাজোঠ সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রীর আন্তরিকতার ফলেই এই সরকারের আমলে কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা হিসাবে বিনামুলে সার, বীজ ও সেচ কাজে জ্বালানী ভর্তকির জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক একাউন্ট খুলে দেয়া হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি রবিববার উপজেলার সুলেমানপুর বাজারে স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন। সুনামগঞ্জ সহ গোটা দেশের অন্যান্য জেলাগুলোর হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হয়েছে। বেরীবাঁধ সংস্কার ও নির্মাণে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিস্ট প্রকল্প কমিটি গুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর থানার সব ক’টি বাঁধের কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, হেলায় ফেলায় আর গাফিলাতি করে বাঁেধর কাজ অসম্পন্ন রেখে যে কেউ নিজের থলে ভারী করার চেষ্টা করেন তাহলে কৃষকদের কষ্টার্জিত বোরো ফসল গোলায় তুলতে গিয়ে যে কোন ধরণের ঝুঁকির মুখে পড়লে এর দায়ভার বাঁধ নির্মাণ কাজে দায়িত্বশীলদেরকেই বহন করতে হবে। উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবান আখঞ্জি, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মিয়া হোসেন প্রমুখ। অন্যদের মধ্যে উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন সোহেল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক হাফিজ উদ্দিন আহমদ পলাশ, যুবলীগ নেতা অনুপম রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ সহ দলীয় নেতাকর্মীরাগণ উপস্থিত ছিলেন। পরে বিকেলে রতন এমপি উপজেলা সদরে দলীয় কার্যালয়ে এবং সন্ধায় বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক দু’টি মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন কর্মকান্ড এবং সাংগঠনিক বিষয়ে মতবিনিময় সভা করেছেন।