রাজনগরে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

Raznagor Mela Picমশাহিদ আহমদ, মৌলভীবাজার : রাজনগরে ৩ দিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে ২২ ফেব্রুয়ারী সকালে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন- বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণ করতে কৃষি প্রযুক্তির ব্যবহারে কৃষকদের উৎসাহীত করছে। সরকার যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্টায় কাজ করছে তা কৃষি ও কৃষকদের উন্নয়ন ছাড়া সম্ভব নয়। কৃষির প্রসারে সরকার সার, কীটনাশক, বীজ সহ নানা উপকরন কৃষকদের মাঝে বিতরণ করছে। এ উপকরন যথা সময়ে কৃষকদের হাতে পৌঁছাতে হবে। তাহলেই কৃষি উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ খাদ্যে সযৎ সম্পূর্ন হবে। রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজয় কুমার দেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম চৌধুরী, রাজনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছকির খান, ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু সেন গুপ্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা, রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দীন আহমদ, মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ ও সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরজান আহমদ প্রমূখ।