সুনামগঞ্জে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধ ও ঈদ বোনাসের দাবি

DSC05141আসন্ন পবিত্র রমজার মাসে বিনাবেতনে হোটেল শ্রমিকদের ছাঁটাই বন্ধ ও একমাসের বেতনের সমপরিমাণ বোনাস প্রদানের দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি: ২১২৬ এর সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৬ জুন বিকেলে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। শহরে জামাইপাড়াস্থ কার্যালয়ে হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মইনুল হক রনির সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির। হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিলু মিয়া পরিচালনায় অনুষ্টিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ১৯৩৩ এর সহকারী সম্পাদক রমজান আলী পটু, ছাতক হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনসার উদ্দীন, হোটেল শ্রমিক শেখ আশরাফ মাকুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন দীর্ঘ ১১ মাস কাজ করার পর রমজান মাস আসলে ব্যবসা মন্দার অজুহাত দেখিয়ে অধিকাংশ মালিকরা হোটেল শ্রমিকদের বিনা বেতনে ছাঁটাই করে দেন। ফলে পবিত্র এই মাসে ছাঁটাইকৃত হোটেল শ্রমিকদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা, পরিবার-পরিজন নিয়ে শ্রমিকরা সিয়াম সাধনার পরিবর্তে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হন। শুধু আইনগতভাবে নয় ধর্মীয় মূল্যবোধ ও মানবাধিকারের দিক থেকেও হোটেল শ্রমিকদের রমজান মাসে বিনাবেতনে ছাঁটাই করা অন্যায়। সমাবেশ থেকে বক্তারা আসন্ন রমজান মাসে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ ও মাসিক বেতনের সমপরিমান ঈদ বোনাস প্রদান, বাজারদরের সাথে সংগতিপূর্ণ নি¤œতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট কার্যকর, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন, সিলেটে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপনের দাবি জানান। এর আগে একই দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি মাননীয় শ্রমমন্ত্রী, শ্রম পরিচালক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, হোটেল মালিকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। বিজ্ঞপ্তি