বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এর মৃত্যু : মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের শোক
১৯৭১ এর রনাঙ্গনের বীর যোদ্ধা জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ১৮ ফেব্রুয়ারী ১৫ইং বুধবার সকাল ৬:৩০মিনিটের সময় সিলেট নগরীর পীরমহল্লাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়াইন্নাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩বছর তিনি ৪ছেলে, ৩মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মিয়স্বজন এবং ৭১এর সহযোদ্ধাদের ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালের দেশে চলে গেছেন। তিনি ভাটিবাংলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েলসহ জেলা ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার আহবায়ক মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম, যুব কমান্ডের সাধারন সম্পাদক শাহীন আহমদ চৌধুরী নয়ন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এর রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি