মৌলভীবাজারে কারা রক্ষীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন সমাপ্ত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা কারাগার এর উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার শাখার সহযোগিতায় কারারক্ষীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক ২দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষন সমাপ্ত, সমাপনী ও সনদ বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ১৫ ফেব্রুয়ারী দুপুরে। জেলার শাহ রফিকুল ইসলাম‘র সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরন করেন মৌলভীবাজার জেল সুপার আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন- ডেপুটি জেলার বেলাল উদ্দিন ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার শাখার যুব প্রধান মোঃ তুহিন, উপদেষ্ঠা উপানন্দ বর্মন রানা, উপ-যুব প্রধান মোহাম্মদ আব্দুল আহাদ, বিভাগীয় প্রধান বন্ধু শারমিন সুলতানা রিতু, যুব সদস্য ফাতেমা ইয়াসমিন প্রমুখ। মৌলিক প্রশিক্ষনে কারাগারের প্রধান কারারক্ষী মহিলা কারারক্ষী এবং কর্মকর্তা ও কর্মচারীসহ ৬০জন অংশ গ্রহন করেন।