মিরাবাজারে পুলিশের সামনে নির্মাণ শ্রমিককে মারধর, আটক ৩
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর মিরাবাজারে ছাত্রলীগ পরিচয়দানকারী কয়েকজন যুবক এক রাজমিস্ত্রীকে পিটিয়েছে। এ ঘটনায় মহানগর ডিবি পুলিশ জনকে আটক করেছে। ডিবি পুলিশের সহকারি কমিশনার মোস্তাফিজুর রহমান আটক ৩ যুবক সম্পর্কে সবুজ সিলেটকে জানান ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওই ৩ যুবকই পিকেটার। আটক ৩জন হলেন, তানিম খান, সতিষ শুকলা সজিব, রাজিব কুমার দাশ। কোতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল আউয়াল রাত ৯টায় জানান, ডিবি পুলিশ ওই ৩ জনকে মিরাবাজার এলাকা থেকে পিকেটিং কালে গ্রেপ্তার করেছেন। তিনি বলেন, তারা কোন দলের রাজনীতি করে তা ডিবি পুলিশের দেয়া লিখিত কাগজে উল্লেখ নেই।
প্রত্যক্ষদশীরা জানান, শিবির কর্মী বলে শাহীন নামক এক রাজমিস্ত্রী যুবককে পিটিয়েছে ভূয়া ছাত্রলীগ পরিচয়ধারী তানিম, সতিষ শুকলা সজিব, রাজিব কুমার দাশও তাদের সাথে থাকা আরো ৮ থেকে ১০ জন যুবক। তবে যারা পিটিয়েছে তারা ছাত্রলীগ কিনা এবং হামলার শিকার শাহীন কোন রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা তারও সঠিক তথ্য নেই পুলিশের কাছে। পুলিশ বলছে তাদের আটক করা হয়েছে পিকেটিং করার সময়।
সূত্রমতে, গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে কয়েকজন যুবক সঙ্গবদ্ধ হয়ে শাহীনের ওপর হামলা চালায়। মিরাবাজার রামকৃষ্ণ মিশনের পুকুর পাড়ে একটি টং দোকানের সামনে শাহীন নামের যুবককে শিবিরকর্মী বলে ১০-১২ জন যুবক পিটিয়েছে। পুলিশ পিটানোর কারণ জিজ্ঞেস করলে যুবকরা নিজেদেরকে ছাত্রলীগেরকর্মী দাবি করে। তারা শাহীনকে শিবির কর্মী বলে পুলিশের কাছে পরিচয় দেয়।
আর শাহীন নিজেকে রাজমিস্ত্রি বলে দাবি করে। সে কোনো রাজনীতির সাথে জড়িত নয় বলেও জানায়। এসময় ওই যুবকরা দ্রুত মোটরসাইকেল করে শিবগঞ্জের দিকে চলে যেতে থাকে। পরে পুলিশ ওয়ারলেস বার্তায় দাদা পীরের মাজারের সামনে দায়িত্বপালনকারী পুলিশকে ওই যুবকদেরকে আটক করতে বলে। এ সময় পুলিশ ৩ জনকে আটক করে। বাকিরা রায়নগরের গলি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ডিবির সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত ৩ জনই পিকেটার বলে আমাদের ধারণা। তাদের কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।