মৌলভীবাজারে ক্যান্সার আক্রান্ত মেকানিক মোর্শেদকে চিকিৎসা সহায়তা প্রদান

Moulvibazar Picমশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন ৭৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিল ক্যান্সার আক্রান্ত অটোমোবাইল মেকানিক মোর্শেদ আলমকে। সম্প্রতি মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত অটোমোবাইল মেকানিক মোর্শেদ আলমের মায়ের হাতে ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে প্রদত্ত এ চেক হস্তান্তর উপলক্ষে ইউনিয়নের সভাপতি আব্দুর রব এর সভাপতিত্বে এ চিকিৎসা সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে ইউনিয়নের সাধারণ সম্পাদক এম ই জামান টুটুল, প্রচার সম্পাদক সাজন আহমদ, কুলাউড়া উপজেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সভাপতি সিরাজ উদ্দিন বুলু, আলী আহমদ সামাদ, অজিৎসহ অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।